ঢাকা-৯ আসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযান পূর্বক পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা কবির আহমদ।

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা-৯ আসন পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মহানগরী মজলিশে শূরা সদস্য, খিলগাঁও জোনের সহকারী পরিচালক এসএম মাহমুদ হাসান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও ঢাকা-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শাহজাহান, সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক জনাব মনির বিন আনোয়ারসহ ঢাকা-৯ আসনের সাংগঠনিক সকল থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভা শেষে জননেতা নূরুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান পরিচালিত হয়। এসময় নেতৃবৃন্দ খিলগাঁও চৌরাস্তা ও তালতলা মার্কেটের দোকান মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াত পত্রের লিফলেট বিতরণ করেন। জামায়াত নেতৃবৃন্দকে কাছে পেয়ে নারী-পুরুষের ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যায়।