বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা-৬ আসনের উদ্যোগে আজ বিকেলে রাজধানীর দয়াগঞ্জের একটি মিলনায়তনে মন্দির ও পূজা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব এ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক।


ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ সংসদীয় আসনের পরিচালক মোঃ কামরুল আহসান হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সদস্য সচিব রুহুল আমিনসহ বিভিন্ন মন্দির ও পূজা কমিটির সদস্যবৃন্দ।