বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী পূর্ব থানার যুব ও ক্রিয়া বিভাগের উদ্যোগে এবং মোহাম্মদবাগ যুব জাগরণ সংঘের আয়োজনে আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। গতকাল ১২/০৯/২০২৫ ইং, জুম্মাবার রাত ৮ টায় বেনারসি কমিউনিটি সেন্টারে মোহাম্মদবাগ এলাকার চার শতাধিক যুবকদের নিয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, শ্যামপুর-কদমতলী জোন পরিচালক এবং ঢাকা-৪ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব সৈয়দ জয়নুল আবেদীন।


প্রধান অতিথি এ সময় কুরআন-সুন্নাহর আলোকে মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবকদের যথার্থ ভূমিকা রাখার অনুরোধ জানান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য এবং কদমতলী পূর্ব থানা আমীর জনাব ইঞ্জিনিয়ার মোঃ জসিমউদ্দিন। থানা সেক্রেটারি জনাব ডাঃ রফিকুল আলম মিয়ার সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে থানার কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় চার শতাধিক যুবক উপস্থিত ছিলেন।