বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী-শ্যামপুর থানা (৫১ নং ওয়ার্ড) কর্মী সম্মেলন শুক্রবার (২৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে। যাত্রাবাড়ী-শ্যামপুর থানা আমীর যাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।


বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।


থানা বায়তুলমাল সম্পাদক আব্দুল আহাদ জিহাদীর পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির আবুল কাশেম গাজী, মহানগরী দক্ষিণের ওলামা বিভাগীয় সেক্রেটারি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফকিহ্ মুফতি মাওলানা মহিউদ্দিন, থানা নায়েবে আমীর মো. হেলাল উদ্দিন, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজির আহমেদ ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সম্মেলনে থানা শুরা ও কর্মপরিষদ এবং ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলসহ প্রায় পাঁচশতাধিক জনশক্তি উপস্থিত ছিলেন।