বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা জজকোর্ট আইনজীবী শাখা রুকন সম্মেলন মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জজকোর্ট আইনজীবী শাখার সভাপতি এডভোকেট মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী জোন-১ এর পরিচালক এডভোকেট এস. এম কামাল উদ্দিন। এছাড়াও সম্মেলনে ঢাকা জজকোর্ট আইনজীবী শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামের দাওয়াত দিলে কোন আপত্তি নাই। কিন্তু যখনই ইসলামি সমাজ বিনির্মাণের কথা বলা হয়, কুরআনের আইন প্রতিষ্ঠার কথা বলা হয় তখনই বিরোধিতা শুরু হয়। সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের নামে বিগত ৫৪ বছর দেশের জনগণকে শোষণ করা হয়েছে। এখন তারা সরাসরি ঘোষণা দিচ্ছে, তারা ইসলামী শরিয়াহ বিশ্বাস করে না! জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় প্রাপ্তি, হাসিনা নাই। জাতি ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আশা করা যায়, জনগণ সমাজতন্ত্র আর জাতীয়তাবাদের কবর রচনা করে ইসলামি সমাজ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা রাখবে।