বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে মঙ্গলবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


মহানগরী মজলিসে শূরা সদস্য ও ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি জোন-১ এর সহকারি পরিচালক এডভোকেট এসএম কামাল উদ্দিন, সমাবেশটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ শাহেদ।