বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মেডিকেল বিভাগের উদ্যোগে সোমবার রাজধানীর একটি মিলনায়তনে ষান্মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


মহানগরী মজলিসে শূরা সদস্য ও মেডিকেল বিভাগ দক্ষিণের সভাপতি বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. এমজি ফারুকের সভাপতিত্বে শিক্ষা বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি জোন-১ এর সহকারি পরিচালক এডভোকেট এসএম কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। শিক্ষা বৈঠকটি সঞ্চালনা করেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও মেডিকেল বিভাগ দক্ষিণের সেক্রেটারি বিশিষ্ট নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার।


প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এই স্বপ্ন বাস্তবায়নে একটি অবাধ, সুষ্ঠু ও জবাবদিহি মূলক নির্বাচন আজ সময়ের দাবি। তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষে নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কার, সকল গণহত্যার বিচার নিশ্চিত এবং সকল দলের সমান অধিকার তথা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা সমাজের প্রভাবশালী শ্রেণি ফলে সমাজ পরিবর্তনে তাদের ভূমিকা অনস্বীকার্য।