জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে গেন্ডারিয়া উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় তানযিমুল বানাত মহিলা মাদরাসায় ‘ফ্রি ব্লাড গ্রুপিং’ কর্মসূচি সোমবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।

মো. গোলাম আযমের সভাপতিত্বে এবং সরদার নেয়মত উল্লাহ’র পরিচালনায় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন মুজাহিদুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন নুর সাইদ বিল্লাহ, কাওছার হোসাইন, মনির হোসেন, জাকির হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমানুল ইসলাম, ইমদাদুল ইসলাম, শাহজালাল, মহিবুল ইসলাম প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।