বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মঙ্গলবার রাতে মহানগরী কার্যালয়ের হলরুমে মাইয়্যেতের গোসল ও দাফন-কাফন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শূরা সদস্য মাওলানা হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


এতে ঢাকা-৬ এবং ঢাকা-৮ আসনের ১১০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করেন তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুফতি মাওলানা মহিউদ্দিন।