১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সম্মেলন রবিবার (১৩ জুলাই) রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে অনুষ্ঠিত হয়।
থানা আমির শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।


বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


পল্টন থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন পল্টন থানা সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান ও এনামুল হক।


এছাড়াও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার আব্দুর রব, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম এবং পল্টন থানা কর্মপরিষদের সদস্য আ.ফ.ম. ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার, আল-আমিন রাসেল, মাওলানা এনামুল হক শামীম, সাঈদ জুবায়ের, মো. হাবিবুর রহমান, শামীম হাসনাইন, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও সম্মেলনে থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।