জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৫ আসন (যাত্রাবাড়ী-ডেমরা-কদমতলীর একাংশ) এর উদ্যোগে যাত্রাবাড়ী থানার শহরপল্লী কেন্দ্রীয় জামে মসজিদ এতিমখানায় দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।


খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মাদ কামাল হোসেন।
আসন পরিচালক ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেনের সভাপতিত্বে এবং আসন সহকারী পরিচালক ও যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর জনাব শাহজাহান খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য জনাব সৈয়দ সিরাজুল হক।


এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পূর্ব থানার নায়েবে আমীর আতিকুর রহমান চৌধুরী, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব শাহাবুদ্দিন খান, আব্দুল আওয়াল, মসজিদের সম্মানিত খতিব মুফতি মোখলেসুর রহমান, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।