অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যাত্রাবাড়ী পূর্ব থানার নায়েবে আমীর মাওলানা মুজাহিদুল ইসলামের শয্যাপাশে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জনাব আব্দুস সবুর ফকির।


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এডভোকেট শাফিউল আলমসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ। মহানগরীর নায়েবে আমীর মাওলানা মুজাহিদুল ইসলামের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।