বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজারীবাগ দক্ষিণ থানার উদ্যোগে গতকাল বিকেলে হাজারীবাগের কালুনগরে মাসব্যাপী মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে—আলহামদুলিল্লাহ।


থানা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান জেবুলের সঞ্চালনায় এবং থানা আমীর আখতারুল আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবদুল হাকিম খান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ ইউসুফ ইমাম। হাজারীবাগের কালুনগর, আম্বিয়া মসজিদ, নবীপুর, বটতলা ও বোরহানপুর এলাকায় মশার ওষুধ স্প্রে করার মাধ্যমে আজকের কর্মসূচি সমাপ্ত হয়।