বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের ৮ম দিনে পল্টন থানার উদ্যাগে আমিনবাগ, শান্তিনগর ও চামেলিবাগ এলাকায় দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) পরিচালিত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের গণমানুষের নেতা, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।


এছাড়াও উপস্থিত ছিলেন পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, থানা মজলিসে শূরার সদস্য মাহমুদুল হাসান, ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম ও লিটন সহ থানা এবং ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ।


প্রধান অতিথি এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে উপস্থিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমিনবাগ, শান্তিনগর ও চামেলিবাগের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, দোকান কর্মচারী ও জনসাধারনের মাঝে সহযোগী সদস্য ফরম দাওয়াতী উপকরণ বিতরণ করেন। এসময় প্রধান অতিথি ড. হেলাল উদ্দিন, উপস্থিত জনসাধারণের সামনে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে আহ্বান জানান।