বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী মধ্য থানার (পূর্বাঞ্চলের) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল চারটা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়। থানা আমীর এডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরার অন্যতম সদস্য, যাত্রাবাড়ী পূর্ব জোন টীম সদস্য জননেতা জনাব খন্দকার এমদাদুল হক আরো উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ জসিম উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- দীর্ঘ ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্টরা আমাদেরকে এলাকাবাসীর সাথে এভাবে একত্রে ইফতার মাহফিল করার সুযোগ দেয়নি। আজ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ।
উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বিঃদ্রঃ মাহফিলে প্রায় ৯৫০ জন রোজাদারদের ইফতারের ব্যবস্থা করা হয়।