আজ ১৭.০১.২০২৪ ইং তারিখ বাংলাদেশ জামায়াতে ইসলামী গেণ্ডারিয়া-ওয়ারী জোনের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমীর জননেতা জনাব মো. নূরুল ইসলাম বুলবুল।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি ও গেণ্ডারিয়া-ওয়ারী জোনের সম্মানিত পরিচালক জনাব মুহাম্মদ কামাল হোসাইন-এর সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য,গেণ্ডারিয়া-ওয়ারী জোনের সহকারী পরিচালক জনাব মীর আমীরুল ইসলাম বাহার-এর পরিচালনায় উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
মহানগরীর সম্মানিত আমীর ইউনিট দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, সাধারন মানুষের মাঝে ব্যাপকভিত্তিক ইসলামের দাওয়াতী কাজের মাধ্যমেই আসতে পারে ইসলামী বিপ্লবের কাঙ্ক্ষিত সফলতা।
এসময় আরো উপস্থিত ছিলেন গেণ্ডারিয়া উত্তর থানা আমীর জনাব মো: গোলাম আযম, গেণ্ডারিয়া পশ্চিম থানা আমীর জনাব মো: কামরুল ইসলাম, গেণ্ডারিয়া উত্তর থানা সেক্রেটারি জনাব হাসানুল ইসলাম, গেণ্ডারিয়া পশ্চিম থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার এবং থানা ও ওয়ার্ড সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।