রাজধানীর কদমতলী মধ্য থানা জামায়াতের উদ্যোগে আজ (১০ জানুয়ারি ২০২৫) শুক্রবার বিকেলে ভিন্ন ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ভিন্ন ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির।
ঢাকার ঋষীপাড়া পূর্ব জুরাইন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী মধ্য থানার আয়োজনে ভিন্ন ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানটি ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদমতলী মধ্য থানার আমীর মুহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য ফয়জুর রহমানের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শ্যামপুর কদমতলী জোনের পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন। এছাড়াও বক্তব্য পেশ করেন থানা সেক্রেটারি আশ্রাফুল আলম সুমন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডি এম শাহজাহান, সৈয়দ আমিনুল ইসলাম, সার্জেন্ট মুজিবুর রহমান প্রমুখ।