আজ জুমাবার (১৫ নভেম্বর) সবুজবাগ উত্তর থানা অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোন- এর উদ্যোগে সাবেক সাথী-সদস্যদের(নন রুকন) শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এবং সবুজবাগ-মুগদা জোনের পরিচালক জনাব মু. শামছুর রহমানের দিক- নির্দেশনায় জোনের সহকারী পরিচালক ও সবুজবাগ উত্তর থানা আমীর মনির বিন আনোয়ারের উপস্থাপনায় শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর মু. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও মুগদা উত্তর থানা আমীর জনাব মু. মতিউর রহমান , সবুজবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী, মুগদা পূর্ব থানা আমীর মু. ইসহাকসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।