অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ দক্ষিণ থানার উদ্যোগে এলাকায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আজ ২৫শে অক্টোবর শুক্রবার সকাল দশটায় মায়া কাননে অবস্থিত দারুস সাঈদে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
থানা সেক্রেটারি কামরুল হাসান রিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে সূরা সদস্য, সবুজবাগ মুগদা জোনের টিম সদস্য জনাব মতিউর রহমান আকন, সবুজবাগ পূর্ব থানা আমির জনাব রওশন জামান, শহীদ সাইফুল্লাহ মোঃ মাসুমের সম্মানিত পিতা জনাব মাহতাব উদ্দিন আহমেদ শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপনের বড় ভাই জনাব ডাক্তার আব্দুল্লাহ আল মামুন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমায়াতে ইসলামী সবুজবাগ দক্ষিণ থানার সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুল বারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “ছাত্র-জনতার রক্তে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের সবাইকে দেশ গঠনে ও জনগণের কল্যাণে কাজ করতে হবে”। তিনি স্বৈরাচারীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া জাতীয় নেতৃবৃন্দের কথা স্মরণ করেন, ২৮ শে অক্টোবরের পৈশাচিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি এইসব হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি করেন।
অনুষ্ঠানে সবুজবাগ দক্ষিণ থানা এলাকায় বসবাসরত বিপুল সখ্যক স্থানীয় প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে বাছাইকৃত ১৩ জন বিভিন্ন রকম উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। তারা এ অঞ্চলে জামায়াতে ইসলামীর ব্যানারে নানারকম সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে ২৮ শে অক্টোবরের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহতারাম প্রধান অতিথি।