বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ রাজধানীর কদমতলীর পলাশপুর এলাকায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রমজীবী মানুষের মাঝে ভ্যান, রিকশা ও অটোরিকশা বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ শ্রমজীবী মানুষের মাঝে ভ্যান, রিকশা ও অটোরিকশা বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মাওঃ আমিনুল ইসলাম, আব্দুর রহিম জীবন, শাহীন আহমদ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
রিকশা ও ভ্যান বিতরণের সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার অর্ধশত বছর পরে হলেও আজও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারিনি। অথচ আমাদের থেকে অনেক পরে স্বাধীন হওয়া রাষ্ট্রও নিজেদের উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। আজ স্বৈরাচারের কবলে পড়ে আজ বাংলাদেশ দুর্নীতি, জুলুম-নির্যাতন, দ্রব্যমূল্যের উর্ধগতি, লোডশেডিং, অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। জামায়াতে ইসলামী মনে করে দেশে শুধুমাত্র সততা, নৈতিকতা ও ধর্মীয় বিশ্বাসের মানদণ্ডে উত্তীর্ণ নেতৃত্ব যথাস্থানে না বসার কারণে আজও আমরা পিছিয়ে পড়ে আছি। সেই সাথে মুসলিম প্রধান এই দেশে আল্লাহ তায়ালার দেওয়া বিধানের আলোকে পরিচালিত হলেই কেবল এসব সংকট থেকে উত্তীর্ণ হওয়া সম্ভব। এমতাবস্থায় মানুষের মুক্তির জন্য সৎ, দক্ষ ও যোগ্য লোকদেরকে দেশের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে। এই সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব নৈতিকতা সম্পন্ন ব্যক্তির হাতে দেওয়া গেলেই জনগণ শান্তি ফিরে পাবেন এবং সত্যিকার অর্থে তাদের হাতেই বাংলাদেশ সুখী ও সমৃদ্ধ জনপদে পরিনত হবে।
তিনি আরও বলেন, আজকে এখানে আমাদের কিছু ভাইয়েরা নিজেদের শ্রম দিয়ে হালাল ভাবে উপার্জন করতে চান। আমরা তাদেরকে ভ্যান, রিকশা ও অটোরিকশা তুলে দিতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের কষ্ট লাঘবের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বিশেষ করে বৈশ্বিকভাবে মানুষ যখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতির মধ্যেও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াত শ্রমজীবী মানুষদের আয় উপার্জনে সহযোগিতা করার জন্য ভ্যান, রিকশা ও বিদ্যুৎ চালিত অটোরিকশা সহ নানা উপকরণ মানুষের হাতে তুলে দিচ্ছে। জনগণের পাশে থেকে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এসব কাজ অব্যাহত রেখেছি। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতির মধ্যেও আমরা আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি একে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে এই পরিস্থিতি উত্তরণে এগিয়ে আসতে চাই। তিনি দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান।