ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যকরী কমিটির সদস্য, বাংলাদেশ ল’ইয়ারর্স কাউন্সিল ঢাকা জজ কোর্ট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আজমত হোসাইন এর পিতা জনাব আব্দুল মান্নানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
নেতৃবৃন্দ যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে বিশেষ দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।
মরহুম আব্দুল মান্নান আজ ১৩ জুন ২০২২ সোমবার দুপুর ১২:৪৫মিনিটে মাগুরা জেলার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি ২ ছেলে ২ মেয়ে পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি মাগুরা জেলা সদরের ভাইনা নিজ গ্রামে আজ বাদ মাগরিব তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয় বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে।