বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতা মিয়া আবদুল হামিদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
নেতৃবৃন্দ যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মিয়া আবদুল হামিদ রোববার দুপুর ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৫ কন্যা পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কারাবন্দী সেক্রেটারি জেনারেল এর সম্মানিত মরহুম পিতা মিয়া আব্দুল হামিদের প্রথম জানাযা ঢাকায় অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি (কারাবন্দী) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতা মিয়া আবদুল হামিদ এর প্রথম নামাজে জানাজা আজ ১৮ অক্টোবর সোমবার বাদ মাগরিব ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র (কারাবন্দী) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উল্লেখ্য, ১৮ অক্টোবর বিকেলে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় শরীক হন ও নামাজে ইমামতি করেন।
এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের আমীর যথাক্রমে নূরুল ইসলাম বুলবুল ও মুহা. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নায়েবে আমীর যথাক্রমে আবদুর রহমান মুসা ও মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সালাহ উদ্দিন আইয়ুবী, ঢাকা বারের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এসএম কামাল উদ্দিন ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবদুর রাজ্জাক, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের ছোট ভাই মিয়া গোলাম কুদ্দুস ও মিয়া মোঃ মুজাহিদুল ইসলামসহ মরহুমের আত্মীয়-স্বজন এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মুসল্লী জানাযায় শরীক হন।
জানাযার পূর্বে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আল্লাহর কাছে প্রিয় বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন এবং উপস্থিত মুসল্লীদের নিকট তাঁর পিতার জন্য দোয়ার আবেদন জানান। তাঁকে প্যারোলে মুক্তি দিয়ে জানাযায় অংশগ্রহণে সহযোগিতার জন্য তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামীকাল ১৯ অক্টোবর মঙ্গলবার খুলনা জেলার ফুলতলার শিরোমনি খানজাহান আলী কলেজ মাঠে বেলা আড়াইটায় দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে শিরোমনি হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে দাফন করা হবে।