জাতীয় যাদুঘরের সাবেক কর্মকর্তা, জামায়াতে ইসলামীর হাজারীবাগ উত্তর থানার প্রবীন রুকন আলহাজ্জ্ব মুশফিকুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম আলহাজ্জ্ব মুশফিকুর রহমান আজ ৫ জানুয়ারি বেলা ১২টায় মস্তিষ্কে রক্তক্ষরন হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ্জ্ব মুশফিকুর রহমানের নামাজে জানাজা আজ বাদ আসর রাজধানীর জিগাতলা টেনারী মোড় বায়তুল মামুর মসজিদে অনুষ্ঠিত হবে।
(মুহাম্মাদ আব্দুল্লাহ সাইফ)
প্রচার সহকারি,
ঢাকা মহানগরী দক্ষিণ।