ইসলামী ব্যাংকের কর্মকর্তা মুহাম্মদ ফোরখাম হুসাইন সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ফোরখাম হুসাইনের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মুহাম্মদ ফোরখাম হুসাইন নিজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর হতে মোটর সাইকেল যোগে ঢাকায় ফেরার পথে সোনারগাঁয়ের সন্নিকটে এসে ট্রাকের সাথে সংঘর্ষে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্ত্রী, ২ শিশু সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মুহাম্মদ ফোরখাম হুসাইন বর্তমানে লালবাগ থানা জামায়াতের ইউনিট সভাপতি হিসেবে দায়িত্বপালন করছিলেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ছিলেন।