বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা থানার উদ্যোগে সোমবার গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রমনা থানাধীন মৌচক মগবাজার এলাকার বিভিন্ন বস্তি ও সড়কের পাশের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন, মহানগরীর মজলিসে শূরা সদস্য ও রমনা থানা আমীর মো. আতিকুর রহমান, রমনা থানা সেক্রেটারি ফারুক হোসাইনসহ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
