গতকাল ৫ সেপ্টেম্বর জুমাবার মহানগরী তা’লীমুল কুরআন বিভাগের উদ্যোগে কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে তা’লীমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের অফিসে দিনব্যাপী মুয়াল্লিম মানোন্নয়ন ক্লাস ও মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।


তা’লীমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের কো-অর্ডিনেটর ও মহানগরী মজলিসে শুরা সদস্য মাওলানা মহিব্বুল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’লীমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের সদস্য সচিব, মহানগরী কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’লীমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের টিম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ড. জহিরুল ইসলাম।


এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্যানেল উস্তাজ মাওলানা আব্দুর রহিম, মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের তত্ত্বাবধায়ক মাও. মফিজুল ইসলাম জাহিদ, মাও. রফিকুল ইসলাম ও কারী মাও. আবুল হোসাইনসহ মুয়াল্লিম মানোন্নয়ন কোর্সের ডেলিগেট সদস্যবৃন্দ।