বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা পশ্চিম ও উত্তর শাখার উদ্যোগে আজ ১৭ই রমাদান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চকবাজার পশ্চিম থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ২৮ নম্বর পূর্ব ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার পশ্চিম থানা আমীর আবুল হোসাইন রাজন।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন তালিমুল কুরআনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাওলানা মহিবুল্লাহ আনসারী এবং চকবাজার পশ্চিম থানা অর্থ সম্পাদক মাওলানা এবিএম সিদ্দিক ইব্রাহিম।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চকবাজার পশ্চিম থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল হোসেন, উত্তর থানা শূরা ও কর্মপরিষদ সদস্য আবু হানিফ, ২৮ নম্বর উত্তর ওয়ার্ডের সেক্রেটারি ইকবাল হোসেন জুয়েল ও ২৮ নম্বর দক্ষিণ ওয়ার্ডের সেক্রেটারি মুসলিম উদ্দিন প্রমুখ।