বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী মধ্য থানার (মধ্যাঞ্চলের) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল চারটা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়। থানা সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জননেতা জনাব আব্দুস সবুর ফকির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম কবির আযহারী।

আরো উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- দীর্ঘ ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্টরা আমাদেরকে এলাকাবাসীর সাথে এভাবে একত্রে ইফতার মাহফিল করার সুযোগ দেয়নি। আজ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব চায়।
মাহফিলে প্রায় ১৩৫০ জন রোজাদারদের ইফতারের ব্যবস্থা করা হয়