বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের নামে মিথ্যা, বানোয়াট ও সাঁজানো মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ বিবৃতিতে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ও ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত ৩০ আগস্ট চাপাই-নবাবগঞ্জ সদর থানায় নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠকের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলসহ ৯ জনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও সাঁজানো মামলা দায়েরের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত ৩০ আগস্ট চাপাই-নবাবগঞ্জ শহরের বেলতলা জামে মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায় ৩ জনকে মসজিদ থেকে অসংখ্য মুসল্লীর সামনে গ্রেফতার করলেও তাদেরকে গভীর রাতে নুরুল ইসলাম বুলবুলের সাথে গোপন বৈঠকরত অবস্থায় আটক দেখানোর ঘটনায় আমরা বিস্মিত ও স্তম্ভীত। এসকল হীন অপকর্ম এখন সরকারের দুরারোগ্য ব্যাধীতে পরিনত হয়েছে। জনাব নুরুল ইসলাম বুলবুল গত ২৬ আগস্ট গ্রামের বাড়ি চাপাই-নবাবগঞ্জ থেকে পবিত্র ঈদুল আযহা উৎযাপন শেষে কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরে আসলেও ৩০ আগস্ট চাপাই-নবাবগঞ্জ সদর থানায় তার নামে মামলা দায়েরের ঘটনায় প্রমান করে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত, সাঁজানো ও ভিত্তিহীন এবং সরকারের ধারাবাহিক মিথ্যাচারেরই অংশমাত্র। মুলত আমরা মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাপাই-নবাবগঞ্জ সদর আসন থেকে নুরুল ইসলাম বুলবুল প্রার্থী হওয়ায় রাজনৈতিকভাবে তাকে হয়রানী করা হচ্ছে এবং তার ব্যাপক জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে জনবিচ্ছিন্ন করে রাখার অংশ হিসেবেই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে এ মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে।
নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারন করে বলেন, আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলে দিতে চাই যে, কোন প্রকার ভয়-ভীতি, হামলা-মামলা, জুলুম-নির্যাতন ও হুলিয়া জারি করে জননেতা নুরুল ইসলাম বুলবুল ও জামায়াতে ইসলামীর অগ্রযাত্রাকে রুদ্ধ করা সম্ভব নয়। তাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত হয়ে জামায়াত নেতৃবৃন্দকে অযথা হয়রানি বন্ধ করুন এবং অবিলম্বে জননেতা নুরুল ইসলাম বুলবুলসহ জামায়াত নেতাকর্মীদের নামে দায়ের করা এই মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি প্রদান করুন। অন্যথায় চাপাই-নবাবগঞ্জসহ দেশবাসী ঐক্যবদ্ধভাবে আপনাদের এ হীন অপকর্মের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলে সমুচিত জবাব দিবে।