দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন মতবিনিময় করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছ থেকে পূজা উদযাপনের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। নির্বিঘ্নে ও স্বাধীনভাবে পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা জামায়াতে ইসলামীর কর্মীরা করবেন বলে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগরীর মজলিশে শূরা সদস্য ও কদমতলী উত্তর থানার আমীর, ঢাকা-৪ আসনের নির্বাচন পরিচালক আব্দুর রহিম জীবন; মহানগরীর মজলিশে শূরা সদস্য ও কদমতলী জোন টিম সদস্য শাহাদাত হোসেন হেলাল; কদমতলী উত্তর থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ৬০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আশরাফুল ইসলাম; শ্রী রনি দাস, দুলাল পাইক, শ্রী গোবিন্দ চন্দ্র দাস, বিজয় চন্দ্র শীলসহ বিভিন্ন মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দ।