বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের দরিদ্র সাধারণ মানুষ ও শ্রমজীবি মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্ট পাচ্ছেন। প্রচন্ড ঠান্ডা আবহাওয়ার কারণে একদিকে শীত বাড়ছে, অন্য দিকে শীতবস্ত্র না থাকায় এসব দরিদ্র লোকদের মধ্যে ঠান্ডাজনিত কারণে বিভিন্ন রোগের প্রাদুর্ভার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় শীত নিবারণের জন্য দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা অতিব জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই কর্তব্য।
আজ সকালে খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খিলগাঁও পশ্চিম থানা আমীর এস এম জুয়েল এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ ফরিদুল ইসলাম। খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি এম ইলিয়াস মৃধা থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলী, ওয়ার্ড সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইঞ্জিঃ আবদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
ড. মাসুদ বলেন, শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রধানতম দায়িত্ব হলো সরকারের। কিন্তু সরকার জনগণের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বিধায় জনগণের সুখ-দুঃখের কোনো দায় সরকার রাখে না। দেশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করার জন্য তিনি সরকার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সংগঠন ও দানশীল বিত্তশালী ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতি আহ্বান জানান।
ড. মাসুদ আরও বলেন, জামায়াতে ইসলামী প্রচলিত কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন। জাতির যেকোন দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্থ ও দুর্গত মানুষের পাশে সব সময়ই এসে দাঁড়িয়েছে। গণমানুষের প্রতি সে দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি শীতার্ত ও দুর্গত মানুষের দুর্দশা মোকাবেলায় সরকার, বিভিন্ন সংস্থা ও সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহবান জানান।